এসো- লজ্জার সব বাঁধ ভেঙে দেই আজ।
চুম্বনের হাতুড়িতে ভেঙে ফেলি শরমের যত দেয়াল।
বিমূর্ত রাতের নীরবতার অবসান ঘটিয়ে
মৌনতার পর্দা সরিয়ে, উৎকণ্ঠার চৌকাঠ পেরিয়ে
এসো দু’জনে মিলিত হই প্রেমময় আলিঙ্গনে।
এসো- যৌনতার ছন্দময় গানে মৌনতার অবসান করি
ভালোবাসার কথোপকথনে এ রাত্রি উদযাপন করি
নব-সুখের শিহরণে শিহরিত হোক শিরা-উপশিরা
স্মৃতির পাতায় স্মরণীয় হোক আজকের পবিত্র রাত।
এসো- যাত্রা শুরু করি সে পথে
যে যাত্রার অপেক্ষা আমাদের যুগ-যুগান্ত ধরে।
যে যাত্রার প্রতীক্ষায় কেটেছে নির্ঘুম রাত, একাকী বিকেল
লাজুকতার জলে ডুবতে দেব না কাঙ্ক্ষিত সেই যাত্রা।
লজ্জার বাঁধ ভেঙে, মৌনতা দেয়াল ডিঙিয়ে
তোমাকে নিয়ে হারাব আজ সুখের সে দেশে
যে সুখের অপেক্ষা আমাদের অনাদি-অনন্তকালের।
এসো- তোমার লজ্জার সব বাঁধ ভেঙে দেই…