পাখিরা আমাকে আপন করেছে, মানুষ করেছে পর
পাখিদের টানে হয়েছি মুগ্ধ, ছেড়েছি নিজের ঘর।
সবুজ সবুজ গাছেরা মেলেছে তাদের বিশাল বুক
গাছের ছোঁয়ায় শীতল হয়েছি, পেয়েছি ভীষণ সুখ।
পুকুর করেনি পর তো, গাঁয়ের কিছুই করেনি পর
মানুষ-জীবন ছাড়িয়া তাই তো গাঁয়েই বানাব ঘর।
© 2024 Kolombaz - The Digital World of Writing