বসে থাকা নদীরাও বিরক্ত
পানি শূন্য হয়ে নদীর তলদেশের কাদাযুক্ত মাটিও বেশ শক্ত।
এই হিমশীতল দিনে; কুয়াশা ঘন সন্ধিক্ষণে
বাইকের শীতল হওয়ায় আমি বেশ ক্লান্ত পরিশ্রান্ত।
হৃদয়ের রক্তক্ষরণে হারাচ্ছি নিজস্বতা
ব্যক্তিজীবনের ব্যক্তিত্ব।
তোমার অবহেলায় আমি অবহেলিত
শান্ত পরিবেশেও আমি দিকভ্রান্ত।
দুঃখগুলো নিজের ; কেবল তার নিজের একান্ত
পড়ন্ত বিকেল অশান্ত মেঘেদের দলে কেবল তুমিই শান্ত।
ভালোবাসার আবেদন না পাওয়া নিবেদন- ঝরে পড়া আকুতি!
তোমাকে পাওয়ার প্রার্থনা;
না-পাওয়ার ফরমান কতটা যন্ত্রণার যদি তা শান্ত মেঘগুলো জানত।