লাঠি ভর থরথর
দাদু কেন কাঁপছে?
কার এত হিম্মত
কে তাকে বকছে?
কাছে গিয়ে বলে খুকি-
ওহে দাদু বল তো-
কার বকা খেয়ে তুমি
থরথর কাঁপো গো?
দাদু তার হেসে বলে-
এ কাঁপন ভয়ে নয়
বয়সের দোষ এটা
বুড়ো হলে শুরু হয়।
শুনে খুকি বলে- দাদু
কেন তবে বুড়ো হলে?
আজীবন থেকে যেতে
তাগড়া জোয়ান ছেলে।
দাদু তার হেসে বলে-
সে কি আর পারা যায়?
দেহটা যে তেজী ঘোড়া
তাকে বেঁধে রাখা দায়।