সন্ধ্যাবেলায় ড্রয়িংখাতায়
খুকু যখন আঁকছিল,
ইয়া বড় দুষ্ট মশা
কানের কাছে ডাকছিল।
মশার ডাকে তিক্ত লাগে
আঁকাআঁকি হচ্ছে না।
এত নিষেধ করার পরেও
মশাটা তো যাচ্ছে না।
কানের কাছে গ্যানর গ্যানর
বসছে আবার গায়েতে,
রক্ত খাওয়ার লোভে মশা
চুমায় খুকুর পায়েতে।
কামড় খেয়ে রাগল খুকু
লাল হয়ছে পুরো গাল,
থাপ্পড়ে তাই পা ভেঙেছে
ছিলে গেছে মশার ছাল।
মাথা ঘুরে পড়ল মশা
ড্রয়িংখাতার উপরে,
করজোড়ে বলল- দিদি
মাফ করে দে এবারে।
খুকু তখন প্রশ্ন করে-
এখন কেন ক্ষমা চাস?
এত নিষেধ করার পরেও
কানের কাছে গান বাজাস!
নিজে তো তুই মুর্খ একটা
পড়ালেখায় আন্ডা পাস,
মানুষ যখন পড়তে বসে
তখন কেন খুব জ্বালাস?
বলল মশা- ভুল করেছি
আর কখনো করব না,
কান ধরেছি, এখন থেকে
আর জ্বালাতন করব না।
খুকু তখন বলল হেসে
প্রথমবারে- ক্ষমা তাই,
আবার যদি এমন করিস
তখন কিন্তু ক্ষমা নাই।