মানুষের মতো যদি মানুষ
তুমি চাও হতে,
অপরাধ করো না, আসো –
কোরআনের পথে।
বিদ্যা-বুদ্ধি আছে তোমার
যতখানি পড়ে,
সবটুকু বিলিয়ে দিতে পারো
জনসেবার তরে।
মানুষ ভবে হতে চাইলে
পূণ্য করো তবে,
ভোগবিলাসী ছেড়ে দিলে
মানুষ হবে ভবে।
অহংকারও ছেড়ে তুমি
পুষতে পারো মনে,
আনন্দটাও ভাগ করে নাও
পড়শী লোকের সনে।
হিংসা রোগ যাহার মনে
মানুষ নহে হয়,
হিংসুটে আর অহংকারী
সর্ব লোকে কয়।
মানুষ যদি হতে চাও ভবে
হিংসা তুমি ছাড়ো
ভবের মাঝে তবেই তুমি-
মানুষ হতে পারো।