আনোয়ারা সৈয়দ হক-এর ‘মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প’ মুক্তিযুদ্ধ-বিষয়ক সচরাচর বইগুলো থেকে আলাদা। বইটি পড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস জানবেন— এমন ইচ্ছে নিয়ে বইটি পড়লে আপনি ভুল করবেন। বরং বইটি পড়ে জানতে পারবেন মুক্তিযুদ্ধের গল্প!
ত্রিশটি গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি। যুদ্ধের সময় কত কী না ঘটেছিল। কত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে বাঙালিকে। সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে বেড়ে উঠেছে অধিকাংশ গল্প। গল্পগুলো ছিল টক-ঝাল-মিষ্টি। এই যেমন ‘মিলিটারির স্যালুট’ গল্পে লেখক পাঠককে যেভাবে হাসিয়েছেন, তেমনি ‘চারজন মানিক’ গল্পের মাধ্যমে কাঁদিয়েছেন পরক্ষণেই।
গল্পের ভাষা ছিল সাবলীল। শরীর মাঝারি, খুব বড় বা ছোট নয়। তাই মুক্তিযুদ্ধ-বিষয়ক টানা গল্প পড়েও পাঠক বিরক্ত হওয়ার কথা নয়।
মানুষের পিঠ যখন দেয়ালে টেকে যায়, তখন সে সাহসী হয়ে যায়। অকল্পণীয় কিছু তার থেকে হওয়া তখন মোটেই অসম্ভব হয় না। এমনকি একজন মা তার ছেলেকে, একজন মহিলা নিজ স্বামীকে যুদ্ধেও পাঠাতে পারেন তখন। যেমনটা উঠে এসেছে ‘আমাদের মা বড় ঠান্ডা মানুষ’ গল্পে।
‘চারজন মানিক’ গল্পে মুক্তিযুদ্ধের ভয়াবহতা টের পাওয়া যায় ভালোভাবেই।
যারা প্রকৃত দেশপ্রেমিক ছিল, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তারাই। হয়তো তাদের অনেকেই যুদ্ধে অপারগ ছিল। কিন্তু দেশপ্রেমের কাছে এসবের থোড়াই গুরুত্ব ছিল। ‘বসির ও নারান’ গল্পে তারা দুজনে খোঁড়া ও কানা হওয়া সত্বেও অংশ নিয়েছিল যুদ্ধে। কারণ তারাই প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত বীর।
অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ২৫০ টাকা মূল্যের ‘মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প’ ছোট ও বড় সবার জন্য উপযোগী একটি বই, নিঃসন্দেহে!