যার শাসনে যার আদরে
যার দুটো হাত আর পা ধরে
হেসেখেলে এসেছি ভাই
আজ আমি এইখানে
সবাই তাঁকে জানে।
তৃপ্তি মিলে যার পরশে
মন-মিনারে খুব বড় সে
প্রথম সবক তাঁরই দেওয়া
বলতে পারো কে সে?
বলছি ছড়ার শেষে।
ছায়ারূপে পাই যে তাঁকে
রঙিন খাতায় কও কে থাকে?
কে আমাকে চলার পথে
নিত্য দেখান আভা?
তিনি আমার বাবা।
© 2024 Kolombaz - The Digital World of Writing