নদীর সব জল তো মেশে না সাগরে
সব পাখি তেমনি তো ওড়ে না আকাশে।
খড়কুটো সবই তো ভাসে না বাতাসে
সবকিছু তেমনি তো মেশে না মাটিতে!
হয় না তো সবকিছু মনের মতন
সব আশা তেমনি তো হয় না পূরণ।
যুদ্ধ করে বেঁচে থাকা এই দুনিয়ায়
অঙ্কুরে কত আশা নষ্ট হয়ে যায়!
সবখানে যদিও গোলাপ জন্ম হয়
তবু তার সুঘ্রাণ সবার ভাগ্যে নয়।
সবার ভালোবাসা সবাই যদি পেত
দুনিয়াটা তাহলে তো স্বর্গ হয়ে যেত।
কেউ যারে ঘৃণা করে, কেউ ভালোবাসে
মনের মতান্তরে, ঘৃণা-প্রেম আসে।