ভোর বিহানে খুকুর মনে
প্রশ্ন এসে জট লাগায়,
রোজ সকালে সূর্যটাকে
ঘুম ভাঙিয়ে কে জাগায়?
শীতের দিনে ভোর বিহানে
সূর্যেরও কি শীত করে?
কাঁথা মুড়ি দিয়ে সে কি
ঘুমে থাকার ভান ধরে?
গ্রীষ্মকালে তপ্ত রোদে
গরম লাগে তারও গায়?
তার ঘরে কি এসি আছে
নাকি পাখার বাতাস খায়?
বৃষ্টি বুঝি ভয় লাগে তার
মেঘ দেখে তাই ডুব মারে?
একটুখানি মেঘ জমলেই
খুঁজে পাওয়া দায় তারে!
কোথায় পেল এত আলো
কেন সূর্য এত লাল?
সূর্যমামার কথা ভেবেই
কেটে গেল এক সকাল।