তোমার হৃদয়ের পিয়ানোতে বনেদি শব্দগুলো
ঐশ্বর্যশালী কোষাগারের মতো মজুদ ছিল
বিস্ময়ের সজাগ দৃষ্টি প্রস্ফুটিত অন্তর্বোধ
অথবা মানবিক পাঠশালার সৌন্দর্যতন্ময়তা
তোমার নির্জলা নিরহংকার বুদ্ধিদীপ্ত শরীরে
বিচরণ করত প্রেম ও দ্রোহের অমর শব্দভাণ্ডার
হে কবিতার রাজপথের স্বঘোষিত নিঃসঙ্গ পুরুষ
তোমার আবিষ্টতাপুষ্ট উত্তর পুরুষের অভিবাদন গ্রহণ করো।
কবিতার অভিজাত প্রাসাদ আজ দখল করেছে
অপেশাদার কলমবাজ কবিত্বহীন পুঁজিবাদ
প্রতিবন্ধী বিকাশের নকশা খোদিত স্থূলকোণ
চর্চা করে স্যাঁতস্যাঁতে শব্দমালার অনৈসর্গিক আগাছা
আত্নগর্বী ছিনতাইয়ের বর্ণসংকর পোশাকে
ওরা ভুলে যায় বুনিয়াদি কবিতার মৌলিক সংজ্ঞা
জঞ্জালপূর্ণ প্রতিবন্ধকতাবাদী মৌসুমী মনুমেন্টে
তোমার বিকিরিত চন্দ্রালোকে আজো সাঁতার কাটি।
তোমার নিঃসঙ্গ মেজাজের রাজসিক মনোটাইপ
ভুলে যায় অপরিপক্ক মননের অহিসেবি হেলেনরা
উৎকট দুর্গন্ধের বিষণ্ণ গ্ৰীষ্মকাল
তোমার বাসন্তিক সুগন্ধে হারিয়ে যায়
রাষ্ট্রীয় অকৃতজ্ঞতার অভিমানী অনুভূতি
পড়ে থাকে নিঃসঙ্গ হোটেলের ব্যথিত ওয়াশরুমে ।