রিভিউ কেন জরুরি?
একটি বইয়ের মার্কেটিংয়ে রিভিউ অনেক বড় ভূমিকা পালন করে।
- রিভিউর মাধ্যমে লেখক/প্রকাশক একটি বইয়ের খবর চারিদিকে ছড়িয়ে দিতে পারে। প্রকাশিত বইয়ের যাবতীয় তথ্য পাঠকের সামনে তুলে ধরতে পারে। তাতে বইয়ের বিক্রি অনেক গুন বেড়ে যেতে পারে।
- রিভিউর মাধ্যমে একজন পাঠক যেকোনো বই কেনার আগেই বইটি সম্পর্কে সম্মক ধারনা লাভ করতে পারে। তাতে পাঠক বুঝেশুনে সঠিক বই বাছাই করতে পারে।
নিয়মাবলি :
কলমবাজ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে যে কেউ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
কলমবাজ ওয়েবসাইটে “লেখা প্রকাশ” অপশনে রিভিউ সাবমিট করতে হবে।
একজন প্রতিযোগী যত খুশি তত বইয়ের রিভিউ প্রকাশ করতে পারবে।
রিভিউ প্রতিযোগিতা চলবে ১ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
প্রতিযোগিতায় বিজয়ীদেরকে মোট ৫০ হাজার টাকার বই পুরস্কার দেওয়া হবে।
মোট ২৫জন রিভিউদাতাকে বিজয়ী ঘোষণা করা হবে, যাদের প্রত্যেকে পাবে ২ হাজার টাকা মূল্যের বই উপহার।
এছাড়াও বিজয়ীদের জন্য প্রিয় বাংলা প্রকাশনের পক্ষ থেকে দেয়ালঘড়ি, চাবির রিং, কলম ও ক্যালেন্ডার উপহার থাকছে।
মোট ২ ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচন হবে। ক্যাটাগরি ‘ক’ ও ক্যাটাগরি ‘খ’।
ক্যাটাগরি ‘ক’তে মোট ১০ জন বিজয়ী হবে। এ ক্যাটাগরিতে সব বইয়ের রিভিউ গ্রহণযোগ্য হবে।
ক্যাটাগরি ‘খ’তে মোট ১৫ জন বিজয়ী হবে। এ ক্যাটাগরিতে নির্ধারিত তালিকার বইয়ের রিভিউ লিখতে হবে।
শুধুমাত্র বাংলাদেশি বইয়ের রিভিউ দিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
শুধুমাত্র সৃজনশীল ক্যাটাগরির বইয়ের রিভিউ এ প্রতিযোগিতায় গ্রহণযোগ্য।
প্রতিযোগিতা চলকালীন সময়ে উক্ত রিভিউ অন্য কোনো মাধ্যমে প্রকাশ করা যাবে না।
বিজয়ী নির্বাচনে কলমবাজ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে।
প্রয়োজনবোধে প্রতিযোগিতার নিয়মবালি বা সময়সীমা পরিবর্তন কিংবা পুরো প্রতিযোগিতা স্থগিত বা বাতিল করার অধিকার কলমবাজ কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত।
‘খ’ ক্যাটাগরির নির্ধারিত বইয়ের তালিকা :
রিভিউ লেখার নিয়মাবলি :
- শিরোনাম (আপনার রিভিউর শিরোনাম লিখুন)
- মূল রিভিউ ( মূল রিভিউতে লেখার বিষয়বস্তু, লেখার মান, বানান বিশুদ্ধতা, বইয়ের নামকরণ, প্রচ্ছদ ডিজাইন, কাগজ, ছাপার কোয়ালিটি, বাঁধাই কোয়ালিটিরি বিস্তারিত উল্লেখ করুন।
- ভালো/খারাপ পয়েন্ট (অল্প কথায় বইটির তিনটি ভালো দিক ও তিনটি খারাপ দিক পয়েন্ট আকারে লিখুন)।
- রেটিং (লেখার বিষয়বস্তু, লেখার মান, বানান বিশুদ্ধতা, বইয়ের নামকরণ, প্রচ্ছদ ডিজাইন, কাগজ কোয়ালিটি, ছাপার কোয়ালিটি, বাঁধাই কোয়ালিটি, অলঙ্করণ (যদি থাকে) ইত্যাদি বিষয়ে আলাদা আলাদা রেটিং করতে পারবেন। প্রতিটি বিষয়ে ১ থেকে ১০ এর মধ্যে আপনার রেটিং লিখুন।
- বিক্রির লিঙ্ক (বইটি যেসব অনলাইন থেকে কেনা যাচ্ছে তার লিঙ্ক দিতে পারেন। (অপশনাল)
- রিভিউ লেখকের নাম (কলমবাজ ওয়েবসাইটে আপনার প্রোফাইল থেকে ছবি আর পরিচিতি এড করুন। যা প্রত্যেক লেখার নিচে লেখক হিসেবে আপনার পরিচিতি আকারে শো করবে।