Warning: Undefined array key "weather_location" in /home/kolombaz/public_html/wp-content/plugins/jnews-weather/class.jnews-weather.php on line 64
অভিযোগ নেই – Kolombaz

অভিযোগ নেই

সাত জনম সাথে থাকার শপথ ভেঙে
সাত মাসেই অন্যের ঘরনী যে প্রেমিকা-
তার প্রতি আমার কোনো অভিযোগ নেই।
অভিযোগ নেই- সেই সুন্দরী ললনাতে
আইফোনের দাবি পূরণ না হওয়াতে
‘ভিখারি’ আখ্যাতে যে রাস্তা মেপেছিল।

নদী পার করার মিছে প্রলোভন দেখিয়ে
মাঝ নদীতে ধাক্কা মেরে পালালো যে বন্ধু –
তার প্রতি আমার কোনো অভিযোগ নেই।
অভিযোগ নেই সেই স্বার্থপর দোস্তে-
সামান্য কিছু অর্থের লোভে পড়ে
পেছন থেকে যে ছুরিকাঘাত করে গেল।

জন্মদাতা মাতা-পিতা, স্বার্থান্ধ ভাই-বোন
বেঈমান বন্ধু কিংবা সুসময়ের স্বজন
কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই।
অভিযোগ নেই নাটেরগুরু ইশ্বরেও-
আড়ালে বসে যিনি কলকাঠি নেড়ে নেড়ে
আমাকে ফাঁসিয়ে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করেন।

হারিয়ে যাওয়া প্রেমিকা, স্বার্থান্ধ সমাজ কিংবা ইশ্বর
সবাইকেই মুক্তি দিলাম অভিযোগের দায় থেকে।
ব্যর্থতার সকল দায় স্বীয় কাঁধে তুলে নিয়ে
নিজেকে আমি ভাগ্যের হাতে সঁপেছি।

কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই…

Exit mobile version