Warning: Undefined array key "weather_location" in /home/kolombaz/public_html/wp-content/plugins/jnews-weather/class.jnews-weather.php on line 64
অমিল – Kolombaz

অমিল

এস এম জসিম ভূঁইয়া বাবাকে লেখা চিঠি

আমি যখন জ্যোৎস্না দেখি রাত্রী জেগে
তুমি তখন ঘুমে বিভোর নাকটি ডেকে।
রাত্রী জেগে লেখা আমার কাব্যপ্রণয়
তোমার কাছে অনর্থ সব, নষ্ট সময়।
বৃষ্টি পেলে আমি যখন ভিজতে থাকি
ঠান্ডা-জ্বরের দোহাই তোমার, দাও যে ফাঁকি!
তোমার-আমার পছন্দতে দারুণ অমিল!
যেমন অমিল – বাংলা ছবি এবং তামিল।
তারপরেও এ সংসারে দুঃখ তো নেই!
আমরা দু’জন বাসছি ভালো, থাকছি সুখেই।
ভালোবাসার দাবি নিয়ে সামনে এসে
চাওনি কভু ইচ্ছেগুলো বদলে দিতে।
চাওনি আমার চাওয়া-পাওয়া দাফন করে
চলতে কেবল তোমার মনের ইচ্ছে ধরে।
স্বামী-স্ত্রীর এক হবে সব- এমন তো নয়
দু’জন মানুষ – ভিন্ন হবে, এটাই তো হয়!
জরুরি নয়- সবকিছুতেই মিলতে হবে
পায়ে পায়ে কদম রেখে চলতে হবে।
সংসার – সে তো ভাই মানিয়ে চলার নাম
দু’জনের চাওয়া-পাওয়া পাবে সমান দাম।

Exit mobile version