আমি যখন জ্যোৎস্না দেখি রাত্রী জেগে
তুমি তখন ঘুমে বিভোর নাকটি ডেকে।
রাত্রী জেগে লেখা আমার কাব্যপ্রণয়
তোমার কাছে অনর্থ সব, নষ্ট সময়।
বৃষ্টি পেলে আমি যখন ভিজতে থাকি
ঠান্ডা-জ্বরের দোহাই তোমার, দাও যে ফাঁকি!
তোমার-আমার পছন্দতে দারুণ অমিল!
যেমন অমিল – বাংলা ছবি এবং তামিল।
তারপরেও এ সংসারে দুঃখ তো নেই!
আমরা দু’জন বাসছি ভালো, থাকছি সুখেই।
ভালোবাসার দাবি নিয়ে সামনে এসে
চাওনি কভু ইচ্ছেগুলো বদলে দিতে।
চাওনি আমার চাওয়া-পাওয়া দাফন করে
চলতে কেবল তোমার মনের ইচ্ছে ধরে।
স্বামী-স্ত্রীর এক হবে সব- এমন তো নয়
দু’জন মানুষ – ভিন্ন হবে, এটাই তো হয়!
জরুরি নয়- সবকিছুতেই মিলতে হবে
পায়ে পায়ে কদম রেখে চলতে হবে।
সংসার – সে তো ভাই মানিয়ে চলার নাম
দু’জনের চাওয়া-পাওয়া পাবে সমান দাম।